দেশজুড়ে

মগডালে মিললো কিশোরের ঝুলন্ত মরদেহ

ঠাকুরগাঁওয়ে গাছের মগডালে ঝুলন্ত অবস্থায় ১৬ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি আমবাগানে গলায় মাফলার প্যাঁচানো ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

Advertisement

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কিশোর সাব্বির রহমান বনগাঁও বাগান পাড়া গ্রামের সাকির হোসেনের ছেলে। সাব্বির পেশায় ট্রাক হেলপার ছিল।

সাব্বিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন সাব্বিরের পরিবার ও স্বজনরা।

Advertisement

নিহতের বাবা সাকির হোসেন জানান, সাব্বির বনগাঁও বাজারের মসজিদে মাগরিবের নামাজ আদায় করে চাচা দৌলত আলীর দোকানে এসেছিল। এসময় ছেলের সঙ্গে তার ভালোমন্দ কথাও হয়েছে।

তিনি বলেন, প্রতিপক্ষের সঙ্গে আমাদের জায়গা জমি নিয়ে বিরোধ চলছে। আগের দিন সোমবার জমিজমার বিরোধের জেরে প্রতিপক্ষের করা মামলায় ঠাকুরগাঁও আদালতে হাজিরা দিতে যান আমার ভাই দৌলত আলী। ফেরার পথে কিছু সন্ত্রাসী রোড মুন্সিরহাট এলাকায় দেশীয় অস্ত্র উচিয়ে ভয় দেখায় এবং হাতে থাকা রড দিয়ে আমার ভাইকে মারধর করে।

আমার ছেলেকেও বলছিলাম, তোমার চাচার উপর হামলা করেছে দুর্বৃত্তরা। রাতে বাইরে থেকো না। এরপর সে বাসার উদ্দেশে চলে যায়। পরে এশার নামাজ পড়ে বের হয়ে শুনি আমার ছেলের মরদেহ নাকি গাছের ডালে ঝুলছে। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

স্থানীয় মহসীন আলী নামের একজন বলেন, সাব্বির গ্রামের সহজ সরল একটা ছেলে। তার পরিবার গরিব। তাই সাব্বির পড়াশোনা করতে পারেনি। দুলাভাইয়ের ট্রাকে হেলপারি করতো সে।

Advertisement

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুর ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় হরিপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তানভীর হাসান তানু/এফএ/জেআইএম