জাগো জবস

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চাকরি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে ১২টি পদে কিছুসংখ্যক জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ১৮ ও ২০ জানুয়ারি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন।প্রতিষ্ঠানের নাম: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরপদের নাম: মাস্টার ড্রাইভার (মেরিন)পদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারীবেতন: ৪,৯০০-১০,৪৫০ টাকা।পদের নাম: লেদ মেশিনম্যানপদসংখ্যা: ০২ জনশিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানবেতন: ৪,৯০০-১০,৪৫০ টাকা।পদের নাম: বোরিং মেশিনম্যানপদসংখ্যা: ০২ জনশিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানবেতন: ৪,৯০০-১০,৪৫০ টাকা।পদের নাম: মিলিং মেশিনম্যানপদসংখ্যা: ০২ জনশিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানবেতন: ৪,৯০০-১০,৪৫০ টাকা।পদের নাম: সহকারী মেকানিকপদসংখ্যা: ০২ জনশিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানবেতন: ৪,৯০০-১০,৪৫০ টাকা।পদের নাম: স্টোর সহকারীপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানবেতন: ৪,৭০০-৯,৭৪৫ টাকা।পদের নাম: নার্সিং অ্যাটেনডেন্টপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানশারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ও বুক ৩২ ইঞ্চিবেতন: ৪,৪০০-৮,৫৮০ টাকা।পদের নাম: ডুবুরিপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানশারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ও বুক ৩২ ইঞ্চিবেতন: ৪,৪০০-৮,৫৮০ টাকা।পদের নাম: ওয়ার্কশপ হেলপারপদসংখ্যা: ০৪ জনশিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারীবেতন: ৪,২৫০-৮,১৪০ টাকা।পদের নাম: অফিস সহায়কপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণিবেতন: ৪,১০০-৭,৭৪০ টাকা।পদের নাম: বাবুর্চিপদসংখ্যা: ০২ জনশিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণিবেতন: ৪,১০০-৭,৭৪০ টাকা।পদের নাম: সহকারী বাবুর্চিপদসংখ্যা: ০১ জনশিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণিবেতন: ৪,১০০-৭,৭৪০ টাকা।বয়স: ০১ জানুয়ারি ২০১৬ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।আবেদনপত্র সংগ্রহ: প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.fireservice.gov.bd থেকে সংগ্রহ করতে পারবেন।পরীক্ষার সময়সূচিপদের নাম: মাস্টার ড্রাইভার (মেরিন), সহকারী মেকানিক, লেদ মেশিনম্যান, বোরিং মেশিনম্যান, মিলিং মেশিনম্যান ও ওয়ার্কশপ হেলপার।তারিখ: ১৮ জানুয়ারি ২০১৬সময়: সকাল ৯টাস্থান: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, ৩৮-৪৬ কাজী আলাউদ্দিন রোড, ঢাকা।পদের নাম: নার্সিং অ্যাটেনডেন্ট ও ডুবুরি।তারিখ: ১৮ জানুয়ারি ২০১৬সময়: সকাল ৯টাস্থান: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স, মিরপুর (১০ নং গোলচত্বর), ঢাকা।পদের নাম: স্টোর সহকারী, অফিস সহায়ক, বাবুর্চি ও সহকারী বাবুর্চি।তারিখ: ২০ জানুয়ারি ২০১৬সময়: সকাল ৯টাস্থান: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স, মিরপুর (১০ নং গোলচত্বর), ঢাকা।সূত্র: সমকাল, ০৫ জানুয়ারি ২০১৬এসইউ/পিআর

Advertisement