দেশজুড়ে

মমেকের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (১২ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, জেলার সদর উপজেলার জয়গুন (৮০), হিমু (২৯), হালুয়াঘাটের হরমুজ আলী (৬০) এবং করোনায় মারা গেছেন জেলার সদর উপজেলার অরুনা পাল (৯০)

তিনি বলেন, আইসিইউতে ২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪২ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

Advertisement

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ১৬২টি নমুনা পরীক্ষা করে ১৪ জন করোনা শনাক্ত হয়েছেন।

মঞ্জুরুল ইসলাম/এফএ/এমএস