খেলাধুলা

সিলেটে নয়, খুলনায় বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

স্বপ্নটা স্বপ্নই থেকে গেলো সিলেটবাসীর। বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সিলেটে হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছেনা। বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ডিসেপ্লিনারি কমিটির প্রধান শেখ সোহেল।  চলতি মাসেরই ১৪ জানুয়ারী থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত হবে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজটি।মঙ্গলবার বিসিবি কার্যালয়ে শেখ সোহেল বলেন, ‘খুলনার মাঠে পাকিস্তান সিরিজের পর আর খেলা হয়নি। বিপিএলেরও কোন খেলাও ছিল না। এমনকি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোন ম্যাচ নেই। কিন্তু খুলনাবাসি অত্যন্ত ক্রিকেটপ্রেমী। এই সব বিবেচনা করে আমরা খুলনায় খেলা রেখেছি। সিলেট এবং খুলনা দুই ভেন্যুতেই খেলা রাখতে চেয়েছিলাম, কিন্তু খেলোয়াড়রা চায়নি এবং সম্প্রচারকারীরাও চায়নি তাই খুলনাতেই সব ম্যাচ অনুষ্ঠিত হবে।’ক্রিকেটবোদ্ধাদের মতে, খুলনাকে বলা হয় দেশের লাকি ভেন্যু। অথচ সেই লাকি ভেন্যুতেই ম্যাচ দিতে যত গড়িমসি বিসিবির। বিপিএলে খুলনার কোন দল না থাকায় খুলনাবাসী খেলা দেখা বঞ্চিত হয়। তবে এবার খেলোয়াড়দের দাবি আর খুলনার দর্শকদের আগ্রহের কথা বিবেচনা করে সিলেটকে বাদ দিয়ে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে  জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত হবে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজটি।  আরটি/এমআর/পিআর

Advertisement