শিক্ষা

শিক্ষাসচিব করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক।

Advertisement

মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাতে সচিব মো. আবু বকর ছিদ্দীক কোভিড পজিটিভ হওয়ার খবর পেয়েছি। এর আগে গত ২ জানুয়ারি সচিব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে যোগদান করেন মো. আবু বকর ছিদ্দীক।

আবু বকর ছিদ্দীক বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইং সেতু বিভাগ, সেতু মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Advertisement

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে স্নাতকোত্তর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গর্ভনেন্স স্টাডিজে স্নাতকোত্তর করেন। যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল সংস্থা চার্টার্ড ইনসটিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই থেকে পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ে আন্তর্জাতিক ডিপ্লোমা অর্জন করে সিআইপিএস সদস্য লাভ করেন আবু বকর ছিদ্দীক।

এমএইচএম/এমএএইচ/এএসএম