খেলাধুলা

বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকা

২০১৫ সালটা স্বপ্নের মত কেটেছে বাংলাদেশ ক্রিকেটের। ধারাবাহিকভাবে ভালো খেলে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে টাইগার ক্রিকেটাররা। তবে ২০১৬ সালে এসে বড় এক ধাক্কা খেয়েছে মাশরাফি- মুশফিকরা। আইসিসির সূচি অনুযায়ী আগামী নভেম্বরের আগে কোন ওয়ানডে ম্যাচ নেই বাংলাদেশের। অথ্যাৎ, টানা এক বছর ওয়ানডে থেকে বাইরে থাকতে হবে টাইগারদের।তবে এবার সুখবর পাচ্ছে টাইগার ক্রিকেটাররা। আগামী ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরবর্তী তিন মাসের যে কোন সময় একটি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ডিসেপ্লিনারি কমিটির প্রধান শেখ সোহেল। তবে ঐ সময় যদি সিরিজ আয়োজন সম্ভব না হয় তাহলে বছরের শেষে এ সিরিজ আয়োজন করা হবে। ২০১৫ সালটা কী অসাধারণভাবেই না কাটলো বাংলাদেশ দলের ক্রিকেটারদের। গত বছর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা, ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ, ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে সিরিজে হারিয়ে চমক সৃষ্টি করলেও, আইসিসি’র ওয়ানডে সূচিতে কোন স্থান নেই বাংলাদেশের।২০১৫’র ১১ নভেম্বর সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। আইসিসি’র ক্রীড়াসূচি অনুযায়ী, ২০১৬ সালের নভেম্বরের আগে কোন ওয়ানডে ম্যাচ বরাদ্দ নেই বাংলাদেশের। অথচ ২০০৬ সালের নভেম্বরে আর্ন্তজাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর থেকে এ পর্যন্ত মাত্র ৪৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা বাংলাদেশের সামনে এ বছর ২০১৬ হাতছানি দিচ্ছে রেকর্ড সংখ্যক ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ।আরটি/এমআর/পিআর

Advertisement