বরিশালে ৫ জানুয়ারিকে ঘিরে পাল্টাপাল্টি সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে বরিশালের রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত। তবে পুলিশের কঠোর অস্থানের কারণে কোনো সংঘাত হয়নি।ক্ষমতাসীন আওয়ামী লীগ দিনটিকে ‘গণতন্ত্র রক্ষা’ দিবস এবং বিরোধী দল বিএনপি দিনটিকে পালন করছে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে নগরীর সোহেল চত্বর সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে একই স্থানে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা কেবিএস আহমেদ কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিমসহ অন্যান্যরা। সমাবেশ শেষে আওয়ামী লীগের একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে ৫ জানুয়ারিকে কালো দিন অভিহিত করে দিনটিকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালন করছে বিএনপি। জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে দুপুর ১২টার দিকে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে সরোয়ার বলেন, স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র পেয়েছি। ৫ জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে সরকার গণতন্ত্র ভুলুন্ঠিত করেছে। আগে উন্নয়ন পরে গণতন্ত্র এমন তত্ত্ব, আর গণতন্ত্র অবরুদ্ধ বলেই দেশে জঙ্গি গোষ্ঠীর উত্থান। সর্বশেষ পৌর নির্বাচনের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ রক্ষায় বেগম খালেদা জিয়ার আন্দোলনে সামিল হওয়ার জন্য সকলকে আহ্বান করেন তিনি। সমাবেশ শেষে তারা মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। সাইফ আমীন/এসএস/পিআর
Advertisement