আইন-আদালত

পুকুরে খাদ্য গুদাম নির্মাণে হাইকোর্টের স্থিতিবস্থা

বরিশাল শহরের দক্ষিণ পাশে কীর্তনখোলা নদীর পাড়ে পুকুর ভরাট করে খাদ্য গুদাম নির্মাণের ওপর ৬ মাসের স্থিতিবস্থা জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে উক্ত পুকুর ভরাট বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, ভূমি সচিব, খাদ্য সচিব, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, পরিবেশ অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদেরকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।এক রিট আবেদননের প্রাথমিক শুনানি করে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ।অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যার্টনি জেনারেল মোতাহার হোসেন সাজু।এর আগে পুকুর ভরাট করে খাদ্য গুদাম নির্মাণের খবর পত্রিকায় প্রকাশিত হলে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী হাইকোর্টে রিট আবেদন করেন।এফএইচ/এআরএস/পিআর

Advertisement