ব্যাংকের কাছে ঋণ চাইলেই কি পাওয়া যায়? ঋণের আবেদন করার পর বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পরেই ঋণ মঞ্জুর করে ব্যাংক। কিন্তু এ বিষয়টা কয়জনই বা বুঝতে পারেন? অনেকেরই ধারণা ঋণ চাইলেই ব্যাংক দিতে বাধ্য।
Advertisement
ভারতের কর্ণাটকের এক ব্যক্তি কিছুদিন আগেই ঋণের জন্য ব্যাংকে আবেদন করেছিলেন। কিন্তু ব্যাংক তা প্রত্যাখ্যান করায় ওই ব্যক্তি ভীষণ রেগে যান।
ক্ষোভে তিনি ব্যাংকেই আগুন ধরিয়ে দিয়েছেন। রোববার কর্ণাটকের হাভেরি জেলায় এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে কাজিনেলি পুলিশ স্টেশনে ভারতীয় পেনাল কোডের অধীনে ৪৩৬, ৪৭৭ এবং ৪৩৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Advertisement
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ব্যাংকে ঋণের জন্য আবেদন করেছিলেন। তিনি ভেবেছিলেন ব্যাংক তাকে ঋণ দেবে। কিন্তু বিভিন্ন নথিপত্র যাচাইয়ের পর ব্যাংক তার আবেদন প্রত্যাখ্যান করে। এতে ক্ষীপ্ত হয়ে ওই ব্যক্তি এমন কাণ্ড ঘটিয়েছেন।
টিটিএন/জিকেএস