সংসারে স্বামীদের নিঃস্বার্থ অবদানস্ত্রী: সারক্ষণ তো খাচ্ছ আর ঘুরে বেড়াচ্ছ। কোনো কাজেই আসছ না। ঘরের কোন কাজে আসো তুমি শুনি?স্বামী: বলো কী? আমি না থাকলে ঘর মোছার গেঞ্জিটা কোথা থেকে আসত শুনি?
Advertisement
****
মেয়াদোত্তীর্ণ ওষুধএক ফার্মেসি থেকে ওষুধ কিনলেন ভাবনা। বাসায় গিয়ে দেখলেন ওষুধের মেয়াদ শেষ। তাই এসে দোকানদারকে বললেন-ভাবনা: আমাকে মারার জন্য ওষুধ দিয়েছেন?দোকানদার: আজ দশ বছর হলো আমি ওষুধ বিক্রি করছি। কেউ কোনোদিন অভিযোগ করেনি। আপনার মুখেই এই প্রথম অভিযোগ শুনছি।ভাবনা: ভুলে যাচ্ছেন কেন, মৃতরা কোনোদিন অভিযোগ করতে পারে না।
****
Advertisement
স্ত্রীরা বমি করলে সুসংবাদ আর স্বামীরা করলে যা হয়বারে বসে মাতাল দুই বন্ধু গল্প করছে-সজিব: আচ্ছা রাজিব, বউরা বমি করলে আমরা কী বুঝি?রাজিব: কেন, সুখবর আছে।সজিব: আর স্বামীরা বমি করলে?রাজিব: আজকে আবার হাবিজাবি খেয়ে এসেছো।
কেএসকে/জেআইএম