গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় অংশ নিতে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে নয়াপল্টনের পথে রওনা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে রওনা করেন তিনি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বেগম জিয়া।এদিকে দুপুর ২টা ১০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়েছে। অবশ্য জনসভা ২টায় শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থলে এসেছেন দলটির হাজার হাজার নেতাকর্মী।দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখবেন দলটির শীর্ষ নেতাসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। ইতিমধ্যে জনসভাস্থলে এসেছেন দলটির শীর্ষ নেতারা।এমএম/এএম/এআরএস/পিআর
Advertisement