এবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার (১০ জানুয়ারি) তিনি নিজেই করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। খবর রয়টার্সের।
Advertisement
দেশটির এক মুখপাত্র জানিয়েছেন, দেশটির ক্ষমতাসীন দলের প্রধান লাপিড বাড়িতেই এখন আইসোলেশনে রয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী লাপিড নিজেই এক টুইট বার্তায় জানিয়েছেন, আমি ভালো বোধ করছি, কারণ আমি টিকা নিয়েছি। আপনারাও টিকা নিন, মাস্ক পড়ুন। আমরা এক সঙ্গে করোনা প্রতিরোধ করি।
তবে তিনি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন কিনা তা এখনও জানা যায়নি।
Advertisement
লাপিড ইসরায়েলের ক্ষমতাসীন জোট গঠনের প্রধান স্থপতি ছিলেন এবং প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে চুক্তিতে পরের বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে চলেছেন।
করোনা ঠেকাতে শুরু থেকেই সফলতা দেখিয়ে আসছে ইসরায়েল। এবারও করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে বুস্টার, চার ডোজ দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে দেশটিতে। এর মাঝেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্তের খবর জানা গেলো।
করোনার নতুন ধরন ওমিক্রন সর্বপ্রথম ধরা পরে দক্ষিণ আফ্রিকায়। গত ২৪ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববাসীকে। একই সঙ্গে সতর্ক হওয়ার আহ্বান জানায়। এরপর এটি শনাক্ত হওয়ার খবর পাওয়া যায় ইসরায়েলসহ আরও কয়েকটি দেশে।। এখন পর্যন্ত বিশ্বের অনেক দেশে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেছে।
চিকিৎসকরা প্রথমদিকে বলেছিলেন, ওমিক্রনে আক্রান্ত অধিকাংশ রোগীর মৃদু উপসর্গ এবং গুরুতর আক্রান্তদের ক্ষেত্রে অক্সিজেন সংকটের মাত্রাও কম। তবে এটিকে এখন মৃদু বলতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বরং ওমিক্রন ঠেকাতে এখন হিমশিম খাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ, এমনকি যুক্তরাষ্ট্রও।
Advertisement
এসএনআর/জিকেএস