দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুই হাজার ২৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আট দশমিক ৫৩ শতাংশ।
Advertisement
এর আগে সর্বশেষ গত বছরের ১৪ সেপ্টেম্বর দুই হাজার ৭৪ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই পুরুষ। তাদের বয়স ৬১-৭০ বছরের মধ্যে। এদের মধ্যে ঢাকায় দুই, আর রাজশাহীতে মৃত্যু হয় একজনের।
সোমবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Advertisement
দেশে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর মৃত্যু বেড়ে হয়েছে ২৮ হাজার ১০৫ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৮১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৬ হাজার ১৪৩টি নমুনা।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২০৮ জন। এ নিয়ে মোট ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন সুস্থ হয়ে উঠলেন।
দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর দেশে প্রথম মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।
Advertisement
এমইউ/জেডএইচ/এএসএম