দেশজুড়ে

মধ্যরাতে ওরসে হামলা: যুবক নিহত

হবিগঞ্জ সদর উপজেলার আষেড়া গ্রামে পাঁচ পীরের মাজারের ওরসে দুর্বৃত্তদের হামলায় আফজাল চৌধুরী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

Advertisement

গুরুতর আহত ৩ জনকে সিলেট ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার (৯ জানুয়ারি) সদর উপজেলার আষেড়া গ্রামে পাঁচ পীরের মাজারে বাৎসরিক ওরস ছিল। এ উপলক্ষে বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার ভক্ত মেলা প্রাঙ্গণে জড়ো হন। রাত প্রায় দেড়টার দিকে একই গ্রামের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে ওরসে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান ফান্দ্রাইল গ্রামের জামাল মিয়া চৌধুরীর ছেলে আফজাল চৌধুরী।

এতে আহত হন আরও ২০ জন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দৌস মোহাম্মদ জানান, সোমবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/জিকেএস