আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৯ জানুয়ারি ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

করোনায় মৃত্যু ছাড়ালো ৫৫ লাখ

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও চার হাজার ৭৭১ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ২১ লাখ ৮৯ হাজার ৮৭০ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৮৯ হাজার ৪৪৭ জন।

কাজাখস্তান সংকট: সহিংসতায় নিহত ১৬৪

Advertisement

কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে সহিসংতায় কমপক্ষে ১৬৪ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ তথ্য জানায়। যদি এ তথ্য সঠিক হয় তাহলে তা শুরুর দিকের মৃত্যুর সংখ্যা থেকে অনেক বেশি। কারণ আগে এ সংখ্যা ছিল ৪৪।

তালেবানের সমালোচনা করায় অধ্যাপক গ্রেফতার

আফগানিস্তানে তালেবানের সমালোচক হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র নিশ্চিত করে জানিয়েছেন তাকে কাবুল থেকে গ্রেফতার কারা হয়েছে। ফয়জুল্লাহ জালাল নামের ওই অধ্যাপক তালেবানের আগের শাসনামলের কঠোর সমালোচক ছিলেন।

ভারতের সংসদে করোনার থাবা, ৪০০’র বেশি কর্মী পজিটিভ

Advertisement

বাজেট অধিবেশনের আগেই ভারতের সংসদের দুই কক্ষের চার শতাধিকেরও বেশি কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে দেশটির অধিবেশন আদৌ সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে, বাজেট অধিবেশনের আগে সংসদের ভেতরে কাজ করেন এমন এক হাজার ৪০৯ জন কর্মীর করোরা পরীক্ষা করানো হয়েছিল। তাদের মধ্যে মধ্যে ৪০২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। সংসদ ভবনের বাইরে যারা কাজ করেন, তাদের করোনা পরীক্ষার রিপোর্ট এখনো প্রকাশ্যে আসেনি।

বিকল ট্রলার থেকে উদ্ধার ২০ বাংলাদেশিকে ফেরত দিলো ভারত

মাঝ সমুদ্রে ভারতীয় জলসীমায় বিকল হয়ে যাওয়া ট্রলার থেকে উদ্ধার হওয়া ২০ বাংলাদেশি জেলেকে নিজ দেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। রোববার দুপুরে বঙ্গোপসাগরে ভারত-বাংলাদেশ ইন্টান্যাশনাল মেরিটাইম বর্ডার লাইনে অর্থাৎ আন্তর্জাতিক জলসীমায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি জেলেদের নিজ দেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

ওমিক্রন আতঙ্কের মধ্যেই সাইপ্রাসে ‘ডেল্টাক্রন’ শনাক্ত

সাইপ্রাসে করোনাভাইরাসের আরও একটি নতুন ধরন শনাক্ত হয়েছে। দেশটির গবেষকরা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ‘ডেল্টাক্রন’ নামের নতুন ধরনটি আগের ডেল্টা ও ওমিক্রনের সমন্বিত রূপ। ব্লুমবার্গের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের জৈব বিজ্ঞানের অধ্যাপক লিওনডিওস কোস্ট্রিকিস ধরনটিকে ডেল্টাক্রন বলে অভিহিত করেছেন। কারণ এতে ডেল্টা এবং ওমিক্রনের মধ্যকার বৈশিষ্ট্যগুলো বিদ্যমান।

ফ্রান্স-জার্মানি-অস্ট্রিয়া-ইতালিতে করোনা টিকাবিরোধী বিক্ষোভ

করোনাভাইরাস প্রতিরোধী টিকার বিরুদ্ধে পশ্চিম ইউরোপে হাজার হাজার মানুষ রাস্তা দখল করে বিক্ষোভ করেছেন। ফ্রান্সে এক লাখের বেশি মানুষ সরকারের বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন। বিক্ষোভকারীরা বলেন, সরকার টিকা না নেওয়াদের অধিকার খর্ব করতে চায়।

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত বেড়ে ২০০

নাইজেরিয়ার জামফারা রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত দুইশো জনে। দেশটির বিভিন্ন অঞ্চলে গত দুই বছরের বেশি সময় ধরে সহিংসতার ঘটনা ঘটছে। স্থানীয় লোকজন ও দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এসব তথ্য।

ইথিওপিয়ায় আশ্রয় শিবিরে বিমান হামলা, নিহত ৫৬

ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে বাস্তুচ্যুত লোকজনের একটি আশ্রয় শিবিরে বিমান হামলায় শিশুসহ ৫৬ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ত্রাণ সংস্থার দুই কর্মী এ তথ্য জানিয়েছেন।

ব্রাজিলে পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে প্রাণ গেলো ৭ পর্যটকের

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়ে পাথরের দেয়াল ধসে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এমএসএম/জিকেএস