দেশজুড়ে

জামালগঞ্জে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সুনামগঞ্জের জামালগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Advertisement

গত মঙ্গলবার (৪ জানুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়

প্রজ্ঞাপন উল্লেখ করা হয়, সরকারি নির্দেশ অমান্য করে গত বছরের ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ড্রপডাউন ব্যানার ব্যবহার ও জাতীয় পতাকা (অর্ধনির্মিত করে) উত্তোলন করতে দায়িত্ব পালনে অবহেলা ও অসদারচণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জাকির হোসেন মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চিঠির কপি জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।’

Advertisement

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত দেব বলেন, ‘বিষয়টি গণমাধ্যমকর্মীদের কাছ থেকে শুনেছি। তবে মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশের কপি এখনও হাতে পাইনি। আদেশ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

লিপসন আহমেদ/আরএইচ/জেআইএম