চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরে প্রতিপক্ষের বোমা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে আহত মালেকা বেগম নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।তিনি সোমবার রাতে নিহত শাহাবুদ্দীনের স্ত্রী। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন। সোমবার সন্ধ্যা সাতটায় গঙ্গাদাসপুর গ্রামের পূর্বপাড়া মসজিদের কাছে হামলার ঘটনা ঘটে। হামলায় ঘটনাস্থলেই মোহাম্মদ আলী নামে একজন নিহত ও তিনজন আহত হন। আহতদেরকে মুমূর্ষ অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১০টায় আহত শাহাবুদ্দীনের মৃত্যু হয়। এরপর সকালে তার স্ত্রীও মারা যান। জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জাগো নিউজকে জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হতাহতের ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ আলীর মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় রেজাউল হক নামে একজনকে আটক করা হয়েছে। সালাউদ্দীন কাজল/এমজেড/পিআর
Advertisement