কাজাখস্তানে চলমান সহিংসতায় একজন ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়টি এক বিবৃতিতে জানায়, গতকাল (শুক্রবার) গোলাগুলির মধ্যে পড়ে ইসরাইলের ২২ বছর বয়সী ওই নাগরিক নিহত হন। সে গত কয়েক বছর থেকে কাজাখস্তানে বসবাস করে আসছিল বলে বিবৃতিতে জানানো হয়।
Advertisement
কাজাখস্তানের সাম্প্রতিক সহিংসতায় কয়েক ডজন মানুষ নিহত ও বহুসংখ্যক দোকানপাট ও ঘরবাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। ১৯৯০ সালের দিকে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর কাজাখস্তান এই প্রথম এই ধরনের সহিংসতার তিক্ত অভিজ্ঞতা অর্জন করলো।
কাজাখস্তান হচ্ছে তেল ও ইউরেনিয়াম উৎপাদনকারী একটি গুরুত্বপূর্ণ দেশ। দেশটির সরকার দাবি করছে, বর্তমানে যে সহিংসতা চলছে তার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে। দেশের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা নস্যাৎ করার জন্য প্রশিক্ষিত ও সংঘবদ্ধ সশস্ত্র চক্রকে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করে দেশটির সরকার। চলমান সহিংসতায় অন্তত ১৮ পুলিশ নিহত হয়েছেন।
কাজাখস্তানে তেলের দাম বাড়ানোর প্রতিবাদে হওয়া সরকারবিরোধী বিক্ষোভ দমনের মধ্যে নিরাপত্তা বাহিনীকে কোনো ধরনের সতর্কীকরণ ছাড়াই গুলি করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ।
Advertisement
এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে সরকারের পতন চেয়ে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়। এরপরেই প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিসভাকে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট। কিন্তু তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এদিকে দেশটিতে রুশ নেতৃত্বাধীন সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র।
এমএসএম/জেআইএম