ধাঁধা :১. ‘আঘাত নয় দেশের নাম, বলতে পারলে সম্মান।’২. ‘আছাড় দিলে ভাঙে না, টিপ দিলে গলে। এক বেলা না পেলে, বাঙালির না চলে।’৩. ‘আজব জিনিস হাতে চলে, মাথায় বলে কথা। পেটের মধ্যে কালো রক্ত, ধাতব তার মাথা।’৪. ‘আজকালের মধ্যে নয়, দু’পাশেতে পশু হয়। অস্ত্ররূপে পরিচয়।’উত্তর :১. ঘানা২. ভাত৩. ঝরনা কলম৪. পরশুএসইউ/পিআর
Advertisement