একুশে বইমেলা

বইমেলায় আসছে ‘পতাকার ফেরিওয়ালা’

আগামী অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ মজুমদারের বই ‘পতাকার ফেরিওয়ালা’। বইটি মূলত শিশু-কিশোরদের গল্পের বই।

Advertisement

এতে ‘ওজন চোর দোকানি’, ‘পতাকার ফেরিওয়ালা’ ও ‘কৃপণ ফজর আলী’ নামে ৩টি গল্প স্থান পেয়েছে।

গল্পগুলোয় নৈতিকতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অসৎ জীবনযাপনের অশুভ পরিণাম যথার্থ রূপে তুলে ধরা হয়েছে।

বইটি প্রকাশিত হচ্ছে শিশু-কিশোর সংস্থা ‘সৃজনচক্র’র পৃষ্ঠপোষকতায়। এর গণমাধ্যম সহযোগী ‘প্রতিষিদ্ধ.কম’। প্রকাশ করছে সাহিত্যদেশ প্রকাশনী।

Advertisement

বইটি পরিবেশন করবে একাধিক প্রকাশনা প্রতিষ্ঠান। এর প্রচ্ছদ করেছেন আলমগীর জুয়েল।

লেখক মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার বলেন, ‘গল্পগুলো থেকে শিশু-কিশোররা সততার সুফল, শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অসৎ জীবনযাপনের অশুভ পরিণাম সম্পর্কে অবগত হয়ে শিক্ষাগ্রহণ করতে পারবে। বইটি নিয়ে আমি খুব আশাবাদী।’

এসইউ/জেআইএম

Advertisement