মাদারীপুরে স্থগিত হওয়া ভোট কেন্দ্র এলাকার নির্বাচনী তথ্য সংগ্রহ করতে গেলে এক এনএসআই কর্মকর্তাকে লাঞ্ছিত করেছে কৃষকলীগ নেতাকর্মীরা। পরে দুই ঘণ্টা পর পুলিশ গিয়ে উদ্ধার করেছে ওই কর্মকর্তাকে।এ ব্যাপারে মাদারীপুর সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, ঘটনাটি পুরোপুরি আমি শুনিনি। এই বিষয়ে ওসি ভালো বলতে পারবেন। তবে ওসিকে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।এ প্রসঙ্গে কালকিনি পৌর নির্বাচনে এগিয়ে থাকা স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ জাগো নিউজকে বলেন, কালকিনির স্থগিত দুই কেন্দ্রে কোনো স্বতন্ত্র প্রার্থীর লোকজন ঢুকতে দেয় না স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা। তবে কাষ্টগর সেন্টারে কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদারের নেতাকর্মীরা মিলে ফিরোজ নামের এক এনএসআই কর্মকর্তাকে নির্বাচনী তথ্য সংগ্রহ করতে গেলে আটকে রেখে লাঞ্ছিত করেন।এ বিষয়ে সহাকরী পরিচালক মশিউর রহমান জাগো নিউজকে বলেন, সরকারি কাজে আমার অফিসার ফিরোজ কাষ্টগড় এলাকায় স্থগিত হওয়া নির্বাচনী তথ্য সংগ্রহ করতে যান। এসময় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকার ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী এনায়েত হোসেন হাওলাদার মিলে আমার অফিসারের পকেটে টাকা ঢুকিয়ে লাঞ্ছিত করে অপপ্রচার চালাচ্ছেন। নির্বাচনের পর থেকেই স্থগিত হওয়া দুই কেন্দ্রের এলাকায় কোনো ব্যক্তিকেই তারা প্রবেশ করতেও দিচ্ছেন না আবার এলাকায় আসতেও দিচ্ছেন না।এ কে এম নাসিরুল হক/এমজেড/পিআর
Advertisement