সাহিত্য

রায়হান আহমেদ তামীমের সমকালীন ছড়া

থাকে যদি সৎ সাহস

Advertisement

তোমার বাবার অঢেল টাকায়নিত্য তুমি করছো ভোজ,পথের ধারের সেই ছেলেটিরনিয়েছ কি একটু খোঁজ?

তুমি থাকো অট্টালিকায়আরাম করে ঘুমাও খাটে,কনকনে এই শীতের রাতেসেই ছেলেটার কেমন কাটে?

সেই ছেলেটা বেজায় গরিবপায় না খেতে পেট পুরে,তীব্র এই শীতের মাঝেওপাতলা জামা গায় ঘোরে।

Advertisement

থাকে যদি সৎ সাহসসেই ছেলেটার পাশে দাঁড়াও,যতটুকু সাধ্যে কুলোয়সাহায্যেরই হাত বাড়াও।

****

খোলা চিঠি

কেমন আছিস ছেলেবেলার ক্রিকেট খেলার সাথী?তোদের ছাড়া ভাল্লাগে না, হয় না মাতামাতি।

Advertisement

কেমন আছিস হাওর-বাঁওর, আড়িয়ল বিল?তোদের ছেড়ে কষ্টে আছি হু-হু করে দিল।

কেমন আছিস লুডুর গুটি, রঙিন ঘুড়ি, নাটাইতোরা বিহীন বিকেলগুলো কেমন করে কাটাই?

কেমন আছিস ডিঙি নৌকা, কাঠের সাঁকো, পুলতোরা বিনে বুকের ভেতর তুমুল হুলস্থুল।

কেমন আছিস অভিমানী গাল ফোলানো তিথী?তোর সাথে না চুক্তি ছিল নিত্য দিবি চিঠি!

কেমন আছিস সবাই তোরা, আগের মতই নাকি?ভালো থাকিস, যাসনে ভুলে, আজকে চিঠি রাখি।

এসইউ/এমএস