আন্তর্জাতিক

একদিনের ব্যবধানে ভারতে সংক্রমণ বাড়লো ২১ শতাংশ

ভারতে করোনাভাইরাস সংক্রমণ ফের ঊধ্র্ধমুখী। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ হার এবং আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক সংক্রমণ বেড়েছে ২১ শতাংশেরও বেশি।

Advertisement

শনিবার (৮ জানুয়ারি) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনা পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘন্টায় মোট এক লাখ ৪১ হাজার ৯৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন কোটি ৫৩ লাখ ৬৮ হাজার ৩৭২ জনে। দৈনিক সংক্রমণের হার ৯ দশমিক ২৮ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৫ শতাংশ। ভারতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা চার লাখ ৭২ হাজার ১৬৯ জন।

দেশটিতে দৈনিক করোনা সংক্রমণের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় মোট ৪০ হাজার ৯২৫ জন আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বাংলাদেশের প্রতিবেশী এ রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ২৩১ জন। পশ্চিমবঙ্গের পরে আক্রান্ত হওয়ার নিরিখে রয়েছে যথাক্রমে দিল্লি (১৭ হাজার ৩৩৫), তামিলনাড়ু (আট হাজার ৯৮১) এবং কর্নাটক (আট হাজার ৪৪৯)।

একই সঙ্গে ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২৮৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৩ হাজার ৪৬৩ জন।

Advertisement

এদিকে সাত মাস পর গতকাল (শুক্রবার) করোনায় দৈনিক এক লাখ আক্রান্ত হওয়ার গণ্ডি পার করে ভারত। এর আগে গত বছরের জুন মাসে দৈনিক এক লাখ আক্রান্ত হওয়ার গণ্ডি পার করেছিল দেশটি।

দেশটিতে সংক্রমণ বাড়া সঙ্গে উদ্বেগজনক ভাবে বাড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন আক্রান্তের সংখ্যা। ভারতে বর্তমানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা তিন হাজার ৭১ জন। তবে তাদের মধ্যে এক হাজার ২০৩ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

ওমিক্রন আক্রান্তের দিক থেকেও শীর্ষে মহারাষ্ট্র। রাজ্যটিতে মোট ৮৭৬ জন করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এর পরেই রয়েছে দিল্লি, আক্রান্তের সংখ্যা ৫১৩ জন।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা।

Advertisement

কেএসআর/এএসএম