দেশজুড়ে

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলো ৭ কিশোর

দীর্ঘ দেড় বছর সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল সাত বাংলাদেশি কিশোর। সোমবার বিকেলে তাদের বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের নিকট হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারত সরকারের দেয়া বিশেষ “রিপেট্রিয়েশন” এর মাধ্যমে এদের দেশে ফেরত আনা হয়।ফেরত আসা কিশোররা হলো যশোরের কেশবপুর উপজেলার ঘগা গ্রামের আব্দুল হালিমের ছেলে সাদিক হোসাইন গাজি (১৬), বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আবুল হোসেন (১৬), বাগেরহাটের রায়েন্দা মধ্যগ্রামের কবির সিপাইয়ের ছেলে আরিফ সিপাই (১৪), মোড়লগঞ্জ থানার ধানসাগর গ্রামের মহারাজ মোল্লার ছেলে মফিজুল মোল্লা (১৫), সাতক্ষীরা সদর উপজেলার সোলারডাঙ্গা গ্রামের ইদ্রিস আলীর ছেলে রহমত আলী (১৪), একই উপজেলার বক্সসারা পশ্চিমপাড়া গ্রামের রশিদ উদ্দিনের ছেলে জাহিদুল শেখ (১৫) এবং গোপালগঞ্জ সদরের মিনাক্ষের গ্রামের অনুকুল করের ছেলে চন্দন কর (১৬)।বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল হামিদ জানান, দেশে ফেরত আসা এই সাত বাংলাদেশি কিশোর দেড় বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যায়। সেখানে কলকাতার আলীপুর এলাকায় অবৈধভাবে ঘোরাঘুরির একপর্যায় সে দেশের  পুলিশের হাতে তারা আটক হয়।সেখান থেকে পুলিশ তাদের জেলহাজতে পাঠায়। ভারতের আদালত তাদের সাজা দেয়। সেখান থেকে কলকাতার দক্ষিণেশ্বর ‘দূর্বাশ্রম শেল্টার হোম’ তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।বেনাপোল চেকপোস্ট বিজিবি ফেরত আসা সাত কিশোরকে পোর্ট থানায় হস্তান্তর করে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে যশোর মহিলা আইনজীবী সমিতির এরিয়া কো-অডিনেটর এবিএম মুহিত হোসেন তাদেরকে গ্রহণ করে থানা থেকেই নিজ নিজ অভিভাবকের হাতে তুলে দেন।মো. জামাল হোসেন/বিএ

Advertisement