খেলাধুলা

আমলার দৃঢ়তায় লড়াইয়ে প্রোটিয়ারা

অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন হাশিম আমলা। অধিনায়ক রানে ফেরায় লড়াইয়েও যেন ফিরতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। কেপটাউন টেস্টের তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের চেয়ে ২৭৬ রান পিছিয়ে থাকলেও দারুণ লড়াই করে যাচ্ছে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে আমলাদের রান ৩ উইকেট হারিয়ে ৩৫৩।তৃতীয় দিন সারাদিন ব্যাট করেছেন আমলা। তাতে ৩৭১ বল মোকাবেলা করে ১৫৭ রান সংগ্রহ করেন প্রোটিয়া অধিনায়ক। তার এই ইনিংস সাজানো ২১টি বাউন্ডারিতে। দ্বিতীয় দিন শেষ বিকেলে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুতেই স্টিয়ান ফন জিলের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।তবে ডিন এলগার, হাশিম আমলা আর ডি ভিলিয়ার্সের দৃঢ়তার কারণে ম্যাচে নিজেদের শক্ত অবস্থান তৈরি হয় প্রোটিয়াদের। ৬৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেন আমলা। তার সঙ্গী ডি ভিলিয়ার্স ছিলেন ২৫ রানে অপরাজিত। এ অবস্থায় ব্যাট করতে নেমে আমলা-ডি ভিলিয়ার্স মিলে ১৮৩ রানের জুটি গড়েন।সেঞ্চুরির কাছে গিয়ে আউট হন ডি ভিলিয়ার্স। তিনি করেন ৮৮ রান। ১২টি বাউন্ডারি আর ১টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। তৃতীয় দিন সারাদিনে মাত্র একটি উইকেটই নিতে পেরেছে ইংল্যান্ড। ডি ভিলিয়ার্স আউট হয়ে গেলেও ৫১ রান নিয়ে আমলার সঙ্গী ডু প্লেসিস।আইএইচএস/বিএ

Advertisement