খেলাধুলা

বড় জয়ে সমতায় ফিরলো জিম্বাবুয়ে

আরব আমিরাতে প্রথম দুই ম্যাচে যেভাবে আইসিসির সহযোগী দেশ আফগানিস্তানের কাছে নাস্তানাবুদ হতে হয়েছিল জিম্বাবুয়েকে, তাতে তাদের ক্রিকেট ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। তবে অসাধারণভাবে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে এল্টন চিগুম্বুরার দল। তৃতীয় ম্যাচের মতো চতুর্থ ম্যাচে এসেও বড় জয় পেয়েছে জিম্বাবুয়ে। শারজায় অনুষ্ঠিত ম্যাচটিতে আফগানিস্তানকে ৬৫ রানের ব্যবধানে হারিয়েছে জিম্বাবুইয়ানরা।টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক এল্টন চিগুম্বুরা। তার সিদ্ধান্তকে যতার্থ প্রমাণ করেন দুই ওপেনার পিটার মুর আর চামু চিভাবা। ৯২ রানের জুটি গড়ে তারা বিচ্ছিন্ন হন। এ সময় ৫২ রান করে আউট হন মুর। অপর ওপেনার চিভাবাও হাফ সেঞ্চুরি করেন। দলীয় ১৩০ রানের মাথায় আউট হন চিভাবা। এ সময় তার রান ছিল ৫৩।রান যা করেছিলেন এই দুই ব্যাটসম্যানই। বাকিরা খুব বেশি একটা প্রভাব বিস্তার করতে পারেননি। দুই ওপেনার ছাড়া সর্বোচ্চ রান এসেছে ২৬, হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে। যে কারণে ৪৯.১ ওভারে ২২৬ রান তুলতেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। আফগানিস্তানের দৌলত জাদরান আর রশিদ খান ৩টি করে এবং ২টি করে উইকেট নেন আমির হামজা ও মিরওয়াইজ আশরাফ।জয়ের জন্য ২২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় আফগানিস্তান। ১৩ রানেই হারায় দুই উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়েছেই শুধু। সর্বোচ্চ ৪৫ রান করেন মোহাম্মদ শেহজাদ। এছাড়া ৩১ রান করেন হাসমতুল­াহ শহিদী। ১৮ রান করেন মিরওয়াইজ আশরাফ।নিয়মিত বিরতিতে উইকেট পড়ার কারণে ৪৫ ওভারেই ১৬১ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। এবং জয় পেয়ে যায় জিম্বাবুয়ে। চামু চিভাবার বলেই মূলত হোঁচট খায় আফগানরা। ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।এছাড়া ২টি করে উইকেট নেন নেভিল মাদজিভা, লুক জংউই এবং গ্রায়েম ক্রেমার। দারুণ অলরাউন্ড নৈপুন্যের জন্য ম্যাচ সেরা হলেন চামু চিভাবা। সিরিজের শেষ ও ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার।আইএইচএস/বিএ

Advertisement