স্বাস্থ্য

১১৪৬ জনের করোনা শনাক্ত, হার ৫.৬৭ শতাংশ

দেশে করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ বেড়েই চলেছে। রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া নারী ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৮ জনে।

Advertisement

একই সময়ে নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৬ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জনে। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৮৬ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশে। গতকাল করোনায় দেশে সাতজনের মৃত্যু হয়েছিল। একই সময়ে শনাক্ত হয়েছিল ১ হাজার ১৪০ জন

শুক্রবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৫২টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৮৯০টি নমুনা সংগ্রহ ও ২০ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১ হাজার ১৪৬ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ। এ নিয়ে দেশে ১৫ সপ্তাহ পর দৈনিক নমুনা পরীক্ষার হার পাঁচের উপরে উঠলো। গত ২০ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬৬ শতাংশ।

Advertisement

এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৫৪০টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের মোট হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ১৭০ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৫৩৪ জন।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়।

এমইউ/জেএইচ/এআরএ/এমএস

Advertisement