জাতীয়

অর্থনীতিবিদ মাহবুব হোসেনের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রীর শোক

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন, বিশিষ্ট অর্থনীতিবিদ মাহবুব হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।মন্ত্রী এক শোক বার্তায় বলেন, কৃষি অর্থনীতিবিষয়ক গবেষণা, লেখালেখি এবং কৃষির উন্নয়নে উদ্ভাবনী ভূমিকার জন্য মাহবুব হোসেনের অবদান চির অম্লান হয়ে থাকবে। তার মৃত্যুতে যে শুন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়।তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।উল্লেখ্য, সোমবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক ড. মাহবুব হোসেন ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাত্তর (৭১) বছর।এসএ/বিএ

Advertisement