রাজনীতি

রাজধানীতে কী হবে মঙ্গলবার?

দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি হচ্ছে কাল। দিনটি ঘিরে কর্মসূচি ডেকে মাঠে নামছে আওয়ামী লীগ ও বিএনপি। বিষয়টি নিয়ে জনমনে চলছে উদ্বেগ আর উৎকণ্ঠা।জানা গেছে, শুরুতে দুই পক্ষই সমাবেশ করতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ অনুমতি দেয়নি। ঢাকা মহানগর পুলিশ অনুমতি দিয়েছে দলীয় কার্যালয়ে সমাবেশ করার। তবে সেটিও শর্ত সাপেক্ষে।জানা যায়, দশম জাতীয় সংসদের প্রথম বছর পূর্তির দিন ২০১৫ সালের ৫ জানুয়ারি আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি পালন নিয়ে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। ৩ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে অচলাবস্থা তৈরি হয়। বিকল্প হিসেবে আওয়ামী লীগ রাজধানীর ১৬ জায়গায় অবস্থান কর্মসূচি এবং বিএনপি নয়াপল্টনে সমাবেশ করার প্রস্তুতি নেয়। এবারও আওয়ামী লীগ ১৭টি জায়গায় সমাবেশ করার চিন্তা করেছিল। তবে শেষ পর্যন্ত সরে এসেছে।তবে বিএনপির নেতা-কর্মীরা যেন ঢাকায় প্রবেশ করে কর্মসূচিতে অংশ নিতে না পারেন, এ জন্য রাজধানীর প্রবেশমুখে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির শীর্ষ নেতাদের রাখে কড়া নজরদারিতে। কিন্তু এবার সেটি নেই।গত বছরের ৪ জানুয়ারি গুলশান কার্যালয়ে অবস্থান নেন খালেদা জিয়া। এরপর বিএনপির নেতা রুহুল কবির রিজভী আটকসহ নানা খবর প্রকাশিত হয়। ওই দিন পুরো পত্রিকাজুড়ে ছিল ৫ জানুয়ারির উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির খবর। অবরুদ্ধ হয়ে বেগম খালেদা জিয়া কর্মসূচি ঘোষণা করেন।তবে এবার পরিস্থিতি উত্তপ্ত হলেও দুই পক্ষই ছাড় দিয়ে চলছে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। তারা বলছেন, দুই পক্ষই ছাড় দেয়ার মানসিকতা দেখিয়েছে। এখন দেখা যাক, কাল কীভাবে যায় দিনটি।এসএ/বিএ

Advertisement