রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে সংলাপ করতে বঙ্গভবনে প্রবেশ করেছে গণফ্রন্ট। বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ এবছর শেষে হওয়ার আগেই নতুন নির্বাচন কমিশন গঠনের ওপর রাষ্ট্রপতির সংলাপে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করেন দলটির নেতারা।
Advertisement
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে সন্ধ্যা পৌনে ৬টায় গণফ্রন্টের সাত সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করে।
গত ২০ ডিসেম্বর থেকে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অংশ হিসেবে আজ যোগ দিলো দলটি।
গণফ্রন্টের চেয়ারম্যান মো. জাকির হোসেন প্রতিনিধি দলে নেতৃত্বে দিচ্ছেন।
Advertisement
প্রতিনিধি দলে আরও রয়েছেন গণফ্রন্টের কার্যকরী চেয়ারম্যান ব্যারিস্টার মো. আকমল হোসেন, স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট কনিকা মাহফুজ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. আজমল হোসেন, মহাসচিব অ্যাডভোকেট আহমেদ আলী শেখ, অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট উম্মে সালমা ও মহিলা বিষয়ক উপদেষ্টা মিসেস ওবাইদা হক প্রমুখ।
আরএসএম/এমআরআর/জিকেএস