৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস ও সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার সন্ধ্যায় পিএসসির ওয়েবসাইটে আসন বিন্যাস, সময়সূচি ও নির্দেশনাবলী প্রকাশ করা হয়। আগামী ৮ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় শহরের ১৬২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এবার কমিশন ইলেকট্রনিক যন্ত্রের সঙ্গে পরীক্ষার হলে ঘড়ি ব্যবহারও নিষিদ্ধ করেছে। পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা করা হবে বলে পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়।আসন বিন্যাস দেখতে এখানে ক্লিক করুন : http://www.bpsc.gov.bd/upload/docs/bcs_seatplan_0104174524.pdf এসকেডি/আরআইপি
Advertisement