দেশে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবীসহ সবাইকে স্বাস্থ্যবিধি মানতে অনুরোধ করা হয়েছে।
Advertisement
এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বুধবার (৫ জানুয়ারি) একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সব সদস্যকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।
এছাড়া সমিতি ভবনে আসা বিচারপ্রার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবী সহকারীদের মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা এবং যেখানে-সেখানে কফ, থুথু না ফেলে সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্যও সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
Advertisement
এফএইচ/এমএইচআর