বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ড্রাম চিমনি ব্যবহার করার দায়ে ৭ ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চলে।বরিশাল পরিবেশ অধিদফতরের উদ্যোগে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।দণ্ডিত ইটভাটা মালিকরা হলেন, উত্তর রহমতপুরের ফাইভস্টার ব্রিকসের মো. মফিজুর রহমান, দোয়ারিকা সাজ ব্রিকসের মো. সাইফুল ইসলাম, মাস্টার ব্রিকসের মো. মোক্তার মাস্টার, বেঙ্গল ব্রিকসের মো. শহীদুল ইসলাম, সনি ব্রিকসের মো. সোহরাব হোসেন, আকন ব্রিকসের মো. মিল্টন আকন এবং শাকিল ব্রিকসের মো. শামসুল আলম ফকির।বরিশাল পরিবেশ অধিদফতরের বিভাগীয় পরিচালক সুকুমার বিশ্বাস জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র এবং জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়া উল্লেখিত ইটভাটাগুলোতে ড্রাম চিমনি ব্যবহার করার অভিযোগে প্রত্যেক ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি চূড়ান্ত নোটিশ দেয়া হয় ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধে।সাইফ আমীন/এমএএস/আরআইপি
Advertisement