দেশজুড়ে

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে হবে

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে শিক্ষকদের বেশি বেশি করে মুক্তিযুদ্ধের কথা বলতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে। এতে করে নতুন প্রজন্মের কাছেও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধীরা ৭১-এর ন্যায় পরাজিত হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ।সোমবার দুপুরে নীলফামারীর জলঢাকায় বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গীস্থ ব্যারিস্টার তুরিন আফরোজ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। স্কুলের সভাপতি নুরুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ডা. মুসরাত জেবিন, নরসিংদীর শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিলকিস বেগম, স্কুলের প্রধান শিক্ষক মুসা আলী, চাওড়াডাঙ্গী স্কুলের প্রধান শিক্ষক মনমথ রায়, শিক্ষক মিটুল চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধি ইয়াকুব আলী প্রমুখ।জাহেদুল ইসলাম/এআরএ/আরআইপি

Advertisement