গত বছর টানা ক্রিকেট খেলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জাতীয় দলের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও টানা ক্রিকেট খেলেছে ক্রিকেটাররা। তবে এর মাঝে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে তেমন কাজ করার সুযোগ হয়ে ওঠেনি। তারপরও দলের খেলয়াদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট দলের কন্ডিশনিং কোচ মারিও বিল্লাভারায়েন।সোমবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা শেষে মারিও বলেন, ‘আমরা এই বছর প্রচুর ক্রিকেট খেলেছে। সত্যি বলতে এটা বেশ ভালো। মাঝখানে ফিটনেস নিয়ে কাজ করা হয়নি। আমরা এটা বিবেচনায় রেখেছি। তাদের ফিটনেস মোটামুটি ভালো আছে। উন্নতি করতে আমাদের কাজ করতে হবে। সবাই আপ টু দ্য মার্ক নেই। তবে উন্নতি করছে।’১৪ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের নতুন বছর। সব খেলোয়াড় এখন সামনের চাপ নিতে প্রস্তুত কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার মনে হয় তারা প্রস্তুত। অনেক ম্যাচ প্র্যাকটিস হয়েছে। বিপিএলে অনেক ম্যাচ খেলেছে। প্রায় প্রতিদিনই খেলেছে। কারা আপ টু দ্য মার্কে নেই সেটা আমাদের বের করতে হবে। আমাদের উন্নতি করা প্রয়োজন। বিপিএলের পর আমরা বিশ্রাম পেয়েছি। ঘরোয়া ক্রিকেট শুরু হচ্ছে। যারা আমার সাথে নেই তাদের আলাদাভাবে কাজ করা উচিত। আর যখন তাদের পাব তাদের নিয়ে কাজ করব। বিসিএল শুরু হচ্ছে। তাই তাদের কাজ শুরু করা দরকার। তারাও জানে তাদের আলাদাভাবে কাজ শুরু করা উচিত।’বিপিএলে অনেক ক্যাচ মিস হয়েছে ফিটনেসের কারণে বলে উল্লেখ করেন মারিও। ফিটনেস এবং ফিল্ডিংয়ের গভীর একটা সম্পর্ক থাকায় আরো উন্নতি করা দরকার বলেও জানান তিনি। দলের পেসারদের প্রসঙ্গে তিনি বলেন, ‘গত এক মাস বা তারচেয়ে বেশি সময় ধরে রুবেলের কাফ ইনজুরি। গত বছর অনেক ব্যস্ত সময় গেছে। ইনজুরি হতেই পারে। এটা শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক সব দলেই হয়ে থাকে। খেলোয়াড়দের সাথে কাজ করা দরকার। ঘরোয়া দলের সাথেও কাজ করা দরকার। তাদের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে হবে। এটা গুরুত্বপূর্ণ।’আরটি/এসএইচএস/আরআইপি
Advertisement