দেশজুড়ে

গোপন কক্ষে নৌকার এজেন্ট, ভোটগ্রহণ স্থগিত

ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউপিতে প্রকাশ্যে সিল মারতে গোপন কক্ষে নৌকার এজেন্টরা ভোটারদের বাধ্য করছেন। বুধবার বেলা ১১টায় ইউনিয়নের ১নং ওযার্ডের খাইয়ারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ চিত্র দেখা গেছে। একই চিত্র ২নং ওয়ার্ডের মধ্য ফরহাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিষয়টি জানাজানি হলে মধ্য ফরহাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

Advertisement

সরেজমিনে দেখা যায়, খাইয়ারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুরুষদের চেয়ে নারী ভোটার বেশি। কেন্দ্রের তিনটি বুথের গোপন কক্ষে নৌকার এজেন্টরা অবস্থান করছেন। তারা প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছেন।

মধ্য ফরহাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বুথে মেম্বার পদে ভোটগ্রহণ চললেও চেয়ারম্যান পদে নৌকায় সিল মেরে বাক্স ভর্তি করা হয়। নৌকার এজেন্ট আনোয়ার হোসেন ব্যালট পেপার ছিনিয়ে নেন। বিষয়টি জানার পর মধ্য ফরহাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাখাওয়াত হোসেন সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন।

সাখাওয়াত হোসেন জানান, দুপুর ১২টা পর্যন্ত চারশ ভোট পড়েছে। এ কেন্দ্রে ২১৫৮ ভোটার রয়েছে। ঊধ্র্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

আনারস প্রতীকের চেয়াম্যান প্রার্থী আলাউদ্দিন অভিযোগ করেন, প্রতিটি কেন্দ্রেই নৌকার প্রার্থীর পক্ষে এজেন্টরা ব্যালট দখলে নিয়ে একতরফা সিল মারে। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

নুরউল্লাহ কায়সার/এএইচ/এমএস