বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন ঘিরে জমে উঠছে এফডিসি। বাড়ছে শিল্পীদের আনাগোনা। প্যানেল নিয়ে নানা আলোচনায় মুখরিত সিনেমার আঙ্গিনা।
Advertisement
জানা গেছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি। শিল্পী সমিতির বর্তমান কমিটির সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর এ বিষয়ে বলেন, ‘এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। ৭ জানুয়ারি এ বিষয়ে জানানো হবে।’
গত বছর সমিতির মেয়াদ শেষ হয়েছে। সমিতির গঠনতন্ত্র ৮ অনুচ্ছেদের (চ) অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিন অর্থাৎ তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সেই অনুযায়ী এর তফসিল ঘোষণা করা হবে।
Advertisement
এখন পর্যন্ত এবারের দুটি প্যানেলকে ঘিরে এবারের শিল্পী সমিতির নির্বাচন আলোচনায়। যার একটিতে চমক দিয়ে সভাপতি পদে লড়বেন কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে দেখা যাবে অভিনেত্রী নিপুণকে।
আরেকটি প্যানেলের নেতৃত্ব দেবেন বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান।
এলএ/এএসএম
Advertisement