দেশজুড়ে

রাজবন বিহারে পাঁচ দিনব্যাপি ধর্মীয় উৎসব শুরু

মহাপরিবার্নপ্রাপ্ত বৌদ্ধ আর্যপুরুষ মহাসাধক শ্রীমৎ সাধনান্দ মহাস্থবির বনভান্তের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটি রাজবন বিহারে পাঁচ দিনব্যাপি বর্ণাঢ্য ধর্মীয় উৎসব সোমবার শুরু হয়েছে।বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারি রঙিামাটি সদরের ১১৫ নং মগবান মৌজার মোড়ঘোনা গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ৩০ জানুয়ারি দেহত্যাগ করেন তিনি। তিনি জীবদ্দশায় অধ্যক্ষ হিসেবে রাজবন বিহারে অবস্থান করেন।সোমবার সকালে মঞ্চে বৌদ্ধ ধর্মের মূল গ্রন্থ ত্রিপিটক প্রদর্শন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পাঁচদিনের বর্ণাঢ্য ধর্মীয় উৎসবের শুভ সূচনা করা হয়। এরপর বিকাল ৩ টায় গোটা শহরে হাজারও গাড়ির বহর নিয়ে ত্রিপিটক গ্রন্থের বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ করা হয়। এতে রাজবন বিহারের আবাসিক ভিক্ষু প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবিরসহ বৌদ্ধ ভিক্ষুসংঘ এবং হাজার হাজার পুণ্যার্থী অংশ নেন। শোভাযাত্রা বহরের মূল গাড়িতে প্রদক্ষিণ করানো হয় বুদ্ধমূর্তি, ত্রিপিটক গ্রন্থ সম্ভার ও বনভান্তের প্রতিকৃতি। এছাড়া ৫-৭ জানুয়ারি সকাল এবং বিকালে প্রতিদিন ভিক্ষু সংঘের ত্রিপিটক পাঠ ও ৭ জানুয়ারি উপসম্পদা অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারি ভোর ৬ টায় বেলুন উত্তোলন ও কেক কেটে বনভান্তের জন্ম দিবস উদ্বোধনসহ দিন্যবাপি কর্মসূচি পালিত হবে। রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সিনিয়র সভাপতি গৌতম দেওয়ান ও সাধারণ সম্পাদক প্রতুল বিকাশ চাকমা এসব কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন।সুশীল প্রসাদ চাকমা/এসএস/পিআর

Advertisement