জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ০৪ জানুয়ারি ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘দৈনন্দিন বিজ্ঞান’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : কোন ধাতু সবচেয়ে বেশি ক্ষয়প্রাপ্ত হয়? উত্তর : তামা। ২. প্রশ্ন : গ্যাভানাইজিং কী?উত্তর : লোহার উপর দস্তার প্রলেপ। ৩. প্রশ্ন : অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে?উত্তর : লাল করে। ৪. প্রশ্ন : ক্ষার লাল লিটমাস পেপারকে কী করে?উত্তর : নীল করে। ৫. প্রশ্ন : ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায়?উত্তর : অ্যালুমিনিয়াম। ৬. প্রশ্ন : কোন অধাতু বিদ্যুৎ অপরিবাহী?উত্তর : গ্রাফাইট। ৭. প্রশ্ন : পরমাণুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি?উত্তর : নিউট্রন। ৮. প্রশ্ন : পরমাণুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি?উত্তর : প্রোটন। ৯. প্রশ্ন : পরমাণুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি? উত্তর : ইলেকট্রন। ১০. প্রশ্ন : হীরক উজ্জ্বল দেখায় কেন?উত্তর : আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য। ১১. প্রশ্ন : জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ব্যবহৃত হয়? উত্তর : ফরমালিন। ১২. প্রশ্ন : কাঁদানে গ্যাসের রাসায়নিক নাম কী?উত্তর : করপিক্রিন। ১৩. প্রশ্ন : পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত?উত্তর : ১০৯টি। ১৪. প্রশ্ন : প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কয়টি?উত্তর : ৯২টি। ১৫. প্রশ্ন : প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর সংখ্যা কতটি?উত্তর : ৭০টি। ১৬. প্রশ্ন : ক্লোরিন প্রকৃতিতে কীভাবে থাকে?উত্তর : গ্যাসীয় অবস্থায়। ১৭. প্রশ্ন : আয়োডিন প্রকৃতিতে কীভাবে থাকে?উত্তর : কঠিন অবস্থায়। ১৮. প্রশ্ন : লাফিং গ্যাসের রাসায়নিক নাম কী?উত্তর : নাইট্রাস অক্সাইড। ১৯. প্রশ্ন : মধ্যাকর্ষণ বল সবচেয়ে বেশি কোথায়?উত্তর : ভূপৃষ্ঠে। ২০. প্রশ্ন : নবায়নযোগ্য শক্তির উৎস কোথায়?উত্তর : ফুয়েল সেল।এসইউ/পিআর

Advertisement