জাতীয়

হালদায় অভিযান: অবৈধ তিন ঘেরা জাল জব্দ

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে তিনটি নিষিদ্ধ ঘেরা জাল জব্দ করেছে চট্টগ্রাম সদরঘাট নৌথানা পুলিশ।

Advertisement

মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোরে নদীর নোয়াবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, হালদার সুরক্ষায় সরকার নদীটিকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা করেছে। এরপর একদল অসাধু চক্র হালদা নদী থেকে মা মাছ শিকার, বালু উত্তোলন ও হালদার স্বাভাবিক জীববৈচিত্র্য বিনষ্ট হয় এমন কার্যক্রম পরিচালনা করছে। মঙ্গলবার একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ জাল বসিয়ে মাছ শিকার করছে— এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও তিনটি ঘেরা জাল জব্দ করা হয়।

সদরঘাট নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, ‘আজ (মঙ্গলবার) ভোরে নদীর নোয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নিষিদ্ধ জাল জব্দ করা হয়। হালদার জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

Advertisement

মিজানুর রহমান/এমএএইচ/এএসএম