দেশজুড়ে

টানা ৪ দিন মৃত্যুহীন রামেকের করোনা ইউনিট

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে টানা চার দিনে কোনো রোগী মারা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

মঙ্গলবার (৪ জানুয়ারি) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই শীতে বিশ্বজুড়ে আবারো করোনার সংক্রমণ বেড়েছে। বিশেষ করে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। তবে এর মধ্যে ভালো খবর হচ্ছে গত চার দিনে রামেকের করোনা ইউনিটে কেউ মারা যাননি। আবার নতুন সংক্রমণও খুব সীমিত।

পরিচালক বলেন, এ খবর রাজশাহীবাসীর জন্য অনেকটা স্বস্তির। তবে এতে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আগামীতে যেকোনো সময় আবারও সংক্রমণ বেড়ে যেতে পারে। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। এছাড়া সম্ভাব্য সবাইকে টিকা কাভারেজের আওতায় আনতে হবে বলেও উল্লেখ করেন হাসপাতাল পরিচালক।

Advertisement

এদিকে রামেকের দৈনন্দিন করোনা প্রতিবেদন সূত্রে জানা গেছে, করোনা ইউনিট বেড আছে ১০৪টি। সেখানে বর্তমানে রোগী রয়েছে ২৫ জন। এর মধ্যে সন্দেহভাজন রোগীর সংখ্যা ১৯ জন ও করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ছয়জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, রামেক হাসপাতালের আরটিপিসিআর মেশিনে কোন টেস্ট হয়নি। অপরদিকে রামেক মেডিকেল কলেজের আরটিপিসিআর মেশিনে গত ২৪ ঘণ্টায় ১২৩ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনার জীবাণুর উপস্থিতি মিলেছে। রামেকের করোনা রিপোর্ট পর্যবেক্ষণে সংক্রমণের হার তিন দশমিক ২৫ শতাংশ।

ফয়সাল আহমেদ/এফএ/জেআইএম

Advertisement