তথ্যপ্রযুক্তি

শার্পের নতুন ডিজিটাল ফটোকপিয়ার

গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এল নতুন শার্প এআর-৬০২০ মডেলের ডিজিটাল ফটোকপিয়ার মেশিন । ফটোকপিয়ার মেশিনটি একসাথে কপি, প্রিন্ট এবং কালার স্ক্যান করতে সক্ষম। শার্প এআর-৬০২০ মিনিটে ২০ কপি প্রিন্ট করে থাকে। এর রয়েছে ৬৪ মেগাবাইট র্যাম, ৩৫০ শিট পেপার ধারণ ক্ষমতা, কপি ও প্রিন্ট  রেজ্যুলেশন ৬০০*৬০০ ডিপিআই এবং ২৫ শতাংশ থেকে ৪০০ শতাংশ পর্যন্ত জুমিং রেঞ্জ। এটি লেজার বিম প্রিন্টিং ও ইনডিরেক্ট ইলাস্ট্রোস্ট্যাটিক ফটোগ্রাফিক মেথোড দ্বারা পরিচালিত। প্রতি পৃষ্ঠা কপি বা প্রিন্টিং এ খরচ মাত্র ৩৫ পয়সা। এক বছর ওয়ারেন্টিসহ ফটোকপিয়ারটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫ হা টাজার টাকা।আরএম/এসএইচএস/আরআইপি

Advertisement