অর্থনীতি

দর বাড়ার কারণ নেই আনোয়ার গ্যালভানাইজিংয়ের

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ নেই। সম্প্রতি শেয়ারটির দর অধিকহারে বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) সূত্রে জানা গেছে।ডিএসই সূত্র জানায়, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে নোটিস পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর জবাবে কোম্পানিটি জানায়, অস্বাভাবিক মূল্য বাড়ার পিছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।বিশ্লেষণে দেখা যায়, গত আট কার্যদিবসে একদিন কমলেও বাকি ৭ কার্যদিবসই বেড়েছে এ কোম্পানির শেয়ার দর। এ সময়ে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর বেড়েছে ২৮ দশমিক ৭২ শতাংশ বা ১৯ টাকা ১০ পয়সা । গত ২২ ডিসেম্বর এ কোম্পানির শেয়ারের দর ছিল ৬৬ টাকা ৫০ পয়সা। এরপর গত ৩ জানুয়ারি দর বেড়ে লেনদেন হয় ৮৫ টাকা ৬০ পয়সা। যা অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।এদিকে গত একমাসে এ কোম্পারি সর্বনিম্ন শেয়ার দর ছিলো ৬৪ টাকা ৫০ পয়সা।এসআই/এসকেডি/পিআর

Advertisement