অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ। যিনি আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করেছেন ‘হ্যারি পটার’ চরিত্র দিয়ে। হ্যারি পটার দেখেনি এমন মানুষের সংখ্যা খুবই কম। সিনেমাটি মুক্তির বিশ বছর পূর্তি হয়েছে। সেই পূর্তি উদযাপনের এক অনুষ্ঠানে চাঞ্চল্যকর তথ্য জানা গেল। অভিনেতা র্যাডক্লিফ জানান, তার মা-বাবা চাননি তিনি হ্যারি পটারে অভিনয় করুন। সে সময় ড্যানিয়েলের বয়স ছিল মাত্র নয় বছর। কম বয়সী শিশুর উপর অভিনীত চরিত্রের প্রভাব পরতে পারে ভেবে চিন্তিত ছিলেন তারা।
Advertisement
শোবিজ চিটশিটের তথ্য অনুসারে, হ্যারি পটারের পরিচালক ক্রিস কলম্বাস এবং প্রযোজক ডেভিড হেম্যান চেয়েছিলেন বিখ্যাত ছেলে জাদুকরের চরিত্রটি ড্যানিয়েল করুক। কিন্তু অভিনেতার মা-বাবা সম্মতি দিচ্ছিলেন না। তবে ক্রিস কলম্বাস ড্যানিয়েলের মা-বাবাকে রাজি করাতে পেরেছিলেন।
রিপোর্ট অনুসারে কলম্বাস বলেন, ‘আমরা ড্যানের বাবাকে স্পষ্ট করে দিয়েছি যে এই সিনেমা তৈরি করার সময় ড্যানের উপর চরিত্রের প্রভাব পড়বে না। আমরা ড্যানকে দেখে শুনে রাখবো। ড্যানের দায়িত্ব আমাদের। সব শুনে তারা আশ্বস্ত হয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়েছে ড্যানের বাবা যখন আমাদের উপর ভরসা করতে পেরেছেন তখন তিনি সম্মতি দেন।’
Advertisement
ড্যানিয়েল বলেন, ‘আমার বাবা যখন বলেন আমি অভিনয় করছি এটি একটি দুর্দান্ত মুহূর্ত ছিল। আমার যতদূর মনে পরে আমি খুশিতে কান্না করেছিলাম। সম্ভবত আমার প্রতিক্রিয়া ছিল এটি। আমার বাবা-মা না চাইলে হয়তো হ্যারি পটার চরিত্রে অভিনয় করাই হতো না আমার।’
এলএ/এএসএম