দেশজুড়ে

আমার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে: আইভী

আমি জয় বাংলা স্লোগান দেই বলে অনেকেই আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। আমাকে কাফের বলে অভিহিত করছেন। আমি নাকি মসজিদ ভেঙেছি, মন্দিরের জায়গা দখল করেছি। নারায়ণগঞ্জে এ পর্যন্ত আরও নতুন সাতটি মসজিদ করে দিয়েছি বলেছেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

Advertisement

রোববার (২ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

আইভী বলেন, হেফাজতের সেক্রেটারি ফেরদৌস সাহেব আমার নামে নিয়মিত মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, ভোটারদের সমর্থন আমার সঙ্গে সবসময় ছিল, এখনো আছে। ইনশাল্লাহ ১৬ জানুয়ারির নির্বাচনে নৌকা বড় ব্যবধানে জয়লাভ করবে। ধর্মীয় চেতনায় আঘাত হেনে, সিটি করপোরেশন বেশি ট্যাক্স নেয় বার বার এসব কথা বলে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার হচ্ছে। নির্বাচন মানেই চ্যালেঞ্জ। আমি এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।

Advertisement

ইভিএমের বিষয়ে তিনি বলেন, বিরোধী প্রার্থীরা এটা নিয়ে শঙ্কা প্রকাশ করে আমি করছি না। কারণ ২০১১ সালের নাসিক নির্বাচনে কয়েকটি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছিল। এ নির্বাচনও সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।

আরএইচ/জিকেএস