ফিচার

আহসান হাবীব ও শওকত ওসমানের জন্ম

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

২ জানুয়ারি ২০২২, রোববার। ১৮ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা১৪০৯- জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।১৮৫৬- ফটোগ্রাফিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়।১৮৯০- সৈয়দ আমির আলী কলকাতা হাইকোর্টের প্রথম মুসলমান বিচারপতি নিযুক্ত হন।১৯৩৯- বোম্বাইয়ের (মুম্বাই) সাধারণ ধর্মঘটে দুই লাখ শ্রমিক অংশ নেয়।১৯৪৬- ব্রিটিশ সরকার দেশ বিভাগ নিয়ে আলোচনা করতে নেহরু, বালদেভ সিং, জিন্নাহ ও লিয়াকত আলী খানকে আমন্ত্রণ জানায়।

জন্ম১৮৯২- প্রখ্যাত বাঙালি ভৌত-রসায়ন বিজ্ঞানী নীলরতন ধর।১৮৯৬- শিশু সাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্র জন্মগ্রহণ করেন।১৯১৭- বাংলাদেশি কবি ও শিশু সাহিত্যিক আহসান হাবীব। পিরোজপুরের শংকরপাশা গ্রামে জন্ম কবির। তিনি চল্লিশের দশকের অন্যতম প্রধান আধুনিক কবি হিসেবে পরিগণিত। বাংলা ভাষা সাহিত্যে অবদানের জন্য তাঁকে বাংলাদেশ সরকার ১৯৭৮ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং ১৯৯৪ সালে মরণোত্তর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

Advertisement

১৯১৭- বাংলাদেশি ঔপন্যাসিক ও ছোটগল্পকার শওকত ওসমান। বিংশ শতাব্দীর বাংলাদেশের একজন স্বনামখ্যাত লেখক ও কথাসাহিত্যিক। জন্মসূত্রে তার নাম শেখ আজিজুর রহমান। তিনি মুক্তচিন্তার বুদ্ধিজীবি হিসাবে সমধিক পরিচিত ছিলেন। ''ক্রীতদাসের হাসি'' তার প্রসিদ্ধ উপন্যাস। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৬৬ সালে আদমজী সাহিত্য পুরস্কার, ১৯৬৭ সালে পাকিস্তান সরকারের প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৭), ১৯৮৩ সালে একুশে পদক এবং ১৯৯৭ সালে স্বাধীনতা দিবস পুরস্কার ইত্যাদি শীর্ষপর্যায়ী পুরস্কার ও পদকে ভূষিত হন।১৯৫৩- বাংলাদেশি সংগীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ।

মৃত্যু১৯৭২- বিশ্ব বিখ্যাত ভারতীয় কুস্তিগীর গোবর গোহ নামে সুপরিচিত যতীন্দ্র চরণ গুহ প্রয়াত হন। ১৯৭৫- বাংলাদেশি সমাজবাদী নেতা সিরাজ সিকদার।১৯৭৬- ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক শৈলজানন্দ মুখোপাধ্যায়। ১৯৭৭- বাঙালি সমাজবাদী সাংবাদিক প্রমথ ভৌমিক।

দিবসজাতীয় সমাজসেবা দিবস।জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস।

কেএসকে/এমএস

Advertisement