সিলেট বিভাগের ১৬ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০টি পৌরসভায় জয় পাওয়ার পাশাপাশি কাউন্সিলর পদেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িতদের জয়জয়কার হয়েছে। কাউন্সিলর পদেও বিএনপির বিপর্যয় হয়েছে। সিলেট বিভাগে কাউন্সিলর পদে জামায়াত সমর্থিত কোনো প্রার্থীই বিজয়ী হতে পারেননি।সিলেটে আওয়ামী লীগ সমর্থিত ১০২ জন কাউন্সিলর প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কাউন্সিলর পদেও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িতদের ভরাডুবি হয়েছে। এ অঞ্চলে বিএনপির ৪৯ জন প্রার্থী নির্বাচিত হন। এছাড়া স্বতন্ত্র হিসেবে ৩২ জন কাউন্সিলর বিজয়ী হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জ ও সুনামগঞ্জে আওয়ামী লীগের বেশি সংখ্যক কাউন্সিলর প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হলেও মৌলভীবাজার ও সিলেটে কাউন্সিলর পদে বিএনপিও সমান লড়াই করেছে। এ দুটি জেলায় প্রায় সমান সমান প্রার্থী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত কাউন্সিলর পদে স্বতন্ত্র হিসেবেই বেশি সংখ্যক প্রার্থী বিজয়ী হয়েছেন। সিলেটের ১৬ পৌরসভায় জামায়াত, জাতীয় পার্টি, জাসদের পক্ষ থেকে কম সংখ্যক প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে, কাউন্সিলর পদে জামায়াত সমর্থিত কোনো প্রার্থীই বিজয়ী হতে পারেননি। এবার জামায়াতের পক্ষ থেকে এ বিভাগে প্রার্থীও দেয়া হয়েছিল হাতেগোনা কয়েকজন। সিলেটের জকিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের আব্দুল জলিল, ২নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী মাসুক আহমদ চৌধুরী, ৩নং ওয়ার্ডে বিএনপির রিপন আহমদ, ৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের শাহাব উদ্দিন, ৫নং ওয়ার্ডে আওয়ামী লীগের কামরুজ্জামান, ৬নং ওয়ার্ডে আওয়ামী লীগের নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের আছদ্দর আলী, ৮নং ওয়ার্ডে বিএনপির শামীম আহমদ, ৯নং ওয়ার্ডে বিএনপির আতাউর রহমান। এছাড়া, মহিলা কাউন্সিলর সুনন্দা শুক্ল, জাহানারা বেগম ও সালেহা বেগম তিনজনই স্বতন্ত্র থেকে বিজয়ী হয়েছেন।কানাইঘাট পৌরসভার ১নং ওয়ার্ডে বিএনপির জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ডে বিএনপির শরিফুল হক, ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের দুলাল আহমদ, ৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের ইসলাম উদ্দিন, ৫নং ওয়ার্ডে বিএনপির হাবিবুর রহমান, ৬নং ওয়ার্ডে জামায়াতের মো. ফখরউদ্দিন, ৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের মাসকু আহমদ, ৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের তাজউদ্দিন, ৯নং ওয়ার্ডে বিএনপির শাহাবউদ্দিন, সংরক্ষিত ১নং ওয়ার্ডে বিএনপির রহিমা বেগম, ২নং ওয়ার্ডে স্বতন্ত্রের বিএনপির আছিয়া বেগম ও ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের আছমা বেগম।গোলাপগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডে বিএনপির জহির উদ্দিন সেলিম, ২নং ওয়ার্ডে বিএনপির জামিল চৌধুরী, ৩নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী জবান আলী, ৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের ফজলু মিয়া, ৫নং ওয়ার্ডে আওয়ামী লীগের রুহিন আহমদ, ৬নং ওয়ার্ডে স্বতন্ত্র আব্দুল জলিল মাস্টার, ৭নং ওয়ার্ডে বিএনপির হেলালুজ্জামান, ৮নং ওয়ার্ডে নাজিম উদ্দিন, জাতীয় পার্টি ও ৯নং ওয়ার্ডে স্বতন্ত্রের জয়নাল আহমদ। এছাড়া মহিলা কাউন্সিলর সুফিয়া বেগম, মেহেরুন নেছা ও মনোয়ারা ফেরদৌস স্বতন্ত্র হিসেবে নির্বাচিত করেছেন।সুনামগঞ্জের ছাতক পৌরসভার সংরক্ষিত ১নং আসনে সামসুন নাহারও (জাতীয় পার্টি), ২নং আসনে তাসলিমা জান্নাত কাকলী (বিএনপি) ও ৩নং আসনে মিলন রানী দাস (আওয়ামী লীগ)। সাধারণ কাউন্সিলর ১নং ওয়ার্ডে আখলাকুর আম্বিয়া সোহাগ (আ.লীগ), ২নং ওয়ার্ডে সুদীপ দে (আ.লীগ), ৩নং ওয়ার্ডে লিয়াকত আলী (আ.লীগ), ৪নং ওয়ার্ডে ধন মিয়া (আ.লীগ), ৫নং ওয়ার্ডে আছাব মিয়া (আ.লীগ), ৬নং ওয়ার্ডে জসিম উদ্দিন সুমেন (বিএনপি), ৭নং ওয়ার্ডে তাপস চৌধুরী (আ.লীগ), ৮নং ওয়ার্ডে নওসাদ মিয়া (আ.লীগ) এবং ৯নং ওয়ার্ডে দিলোয়ার হোসেন (আ.লীগ)।জগন্নাথপুর পৌরসভার ১নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান, ২নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী মামুন মিয়া ৩নং ওয়ার্ডে বিএনপির তাজিবুর রহমান, ৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের দিলোয়ার হোসাঈন, ৫নং ওয়ার্ডে আওয়ামী লীগের সফিকুল হক, ৬নং ওয়ার্ডে আওয়ামী লীগের গিয়াস উদ্দিন মুন্না, ৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের সুহেল মিয়া, ৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের আবাব মিয়া, ৯নং ওয়ার্ডে আওয়ামী লীগের দীপক গোপ। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২, ৩ নং ওয়ার্ডে আয়ারুন নেছা পুনরায় নির্বাচিত হয়েছেন। ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে সাবেক কমিশনার মীনা রানী পাল বিজয়ী হয়েছেন ও ৭, ৮, ৯নং ওয়ার্ডে নার্গিস ইয়াসমীন বিজয়ী হয়েছেন (স্বতন্ত্র)।দিরাই পৌরসভার কাউন্সিলর পদে সব আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। ১নং ওয়ার্ডে ধন মিয়া (ইদন মিয়া), ২নং ওয়ার্ডে এবিএম মাছুম, ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নিবেশ রায়, ৪নং ওয়ার্ডে জুয়েল তালুকদার, ৫নং ওয়ার্ডে সুব্রত চৌধুরী সীতু, ৬নং ওয়ার্ডে পঙ্কজ তালুকদার, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিশ্বজিৎ রায়, ৮নং ওয়ার্ডে সবুজ মিয়া এবং ৯নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন সুয়েল চৌধুরী (আ.লীগ)। সংরক্ষিত নারী আসনে বিজয়ী হয়েছেন ১নং ওয়ার্ডে খোশনামা বেগম, ২নং ওয়ার্ডে হেলেনা বেগম এবং ৩নং ওয়ার্ডে মাধুরী দে (সব আ.লীগ)।সুনামগঞ্জ সদর পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন হোসেন আহমদ রাসেল (আ.লীগ), ২ নম্বর ওয়ার্ডে সৈয়দ ইয়াছিনুর রশিদ (বিএনপি), ৩ নম্বর ওয়ার্ডে ফজর নুর (বিএনপি), ৪ নম্বর ওয়ার্ডে চঞ্চল কুমার লোহ (আ.লীগ), ৫ নম্বর ওয়ার্ডে গোলাম সাবেরীন (আ.লীগ), ৬ নম্বর ওয়ার্ডে আবাবিল নুর (বিএনপি), ৭ নম্বর ওয়ার্ডের মো. সামছুজ্জামান স্বপন (আ.লীগ), ৮ নম্বর ওয়ার্ডে আহমেদ নুর (বিএনপি), ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ আসনে খুরশেদ আলম (বিএনপি), ১, ২, ৩ সংরক্ষিত আসনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সুজাতা রানী রায়। ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত আসনে শেলী চৌহান ময়না, ৭, ৮, ৯ সংরক্ষিত আসনে সৈয়দা জাহানারা বেগম (সব আ.লীগ)।হবিগঞ্জ সদরের ১ নং ওয়ার্ডে বিএনপির আব্দুল হাসিম, ২নং ওয়ার্ডে আওয়ামী লীগের জহির উদ্দিন, ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের দীলিপ দাশ, ৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের জুনেদ আহমদ, ৫নং ওয়ার্ডে আওয়ামী লীগের গৌতম রায়, ৬নং ওয়ার্ডে আওয়ামী লীগের শেখ নুর হোসেন, ৭নং ওয়ার্ডে বিএনপির আব্দুল আউয়াল মজনু, ৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের আলমগীর হোসেন ও ৯নং ওয়ার্ডে আওয়ামী লীগের উমেদ আলী শামীম। মহিলা কাউন্সিলর পদে বিজয়ী আওয়ামী লীগের পেয়ারা বেগম, খালেদা জুয়েল ও অর্চনা বালা পাল।মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ডে বিএনপির রফু মিয়া, ২নং ওয়ার্ডে আওয়ামী লীগের আব্দুল হাকিম, ৩নং ওয়ার্ডে বিএনপির সাবুল হোসেন, ৪নং ওয়ার্ডে বিএনপির আবুল বাশার, ৫নং ওয়ার্ডে বিএনপির লাল মিয়া, ৬নং ওয়ার্ডে আওয়ামী লীগের বিশ্বজিৎ দাশ, ৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের অজিত দাশ, ৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের শ্যামল ঋষি, ৯নং ওয়ার্ডে আওয়ামী লীগের দুলাল খাঁ। এছাড়া সংরক্ষিত মহিলা ওয়ার্ডে বিজয়ী বিএনপির মাহমুদা খাতুন ও ইশরাত জাহান ডলি ও আওয়ামী লীগের রত্না পাল।চুনারুঘাট পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডে আওয়ামী লীগের তাজুল ইসলাম, ২নং ওয়ার্ডে আওয়ামী লীগের আব্দুল হান্নান, ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের রহম আলী, ৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের অসিম কুমার দেব, ৫নং ওয়ার্ডে বিএনপির আব্দুল খালেক, ৬নং ওয়ার্ডে আওয়ামী লীগের মর্তুজ আলী, ৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের আছকির আলী, ৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের লাল মিয়া ও ৯নং ওয়ার্ডে আওয়ামী লীগের কুতুব আলী। এছাড়া মহিলা ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী মাসকুরা বেগম, ফেরদৌস বকুল ও সাহেরা খাতুন স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন।শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী জিতু আহমদ মাখন, ২নং ওয়ার্ডে বিএনপির আব্দুল জলিল, ৩ নং ওয়ার্ডে আওয়ামী লীগের মাসুকুজ্জামান মাসুক, ৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের জালাল উদ্দিন মোহন, ৫নং ওয়ার্ডে আওয়ামী লীগের আব্দুল গফুর, ৬নং ওয়ার্ডে স্বতন্ত্র নোয়াব আলী, ৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের তাহির মিয়া, ৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের খায়রুল ইসলাম ও ৯নং ওয়ার্ডে বিএনপির সাইফুর রহমান। এছাড়া, মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগের আছমা আব্দুলাহ, শিউলী আক্তার ও বিএনপির তহুরা আক্তার লাইজু নির্বাচিত হয়েছেন।নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডে আওয়ামী লীগের জাকির হোসেন, ২নং ওয়ার্ডে বিএনপির সুন্দর আলী, ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের আব্দুস সালাম, ৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের প্রাণেশ চন্দ্র দেব, ৫নং ওয়ার্ডে বিএনপির এটিএম সালাম, ৬নং ওয়ার্ডে আওয়ামী লীগের জায়েদ চৌধুরী, ৭নং ওয়ার্ডে স্বতন্ত্র কবির মিয়া, ৮নং ওয়ার্ডে স্বতন্ত্র আবুল চন্দ্র দাশ ও ৮নং ওয়ার্ডে বিএনপির আলাউদ্দিন। এছাড়া, মহিলা কাউন্সিলর পদে স্বতন্ত্র হিসেবে পারুল আক্তার, রোকেয়া বেগম ও সৈয়দা নাছিমা বেগম নির্বাচিত হয়েছেন।মৌলভীবাজার সদর আসনের ১নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপির স্বাগত কিশোর দাস চৌধুরী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আসাদ হোসেন মক্কু, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের নাহিদ হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের মনবীর রায় মঞ্জু, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ফয়সল আহমদ, ৬নং ওয়ার্ড স্বতন্ত্র জালাল আহমদ, ৭নং বিএনপি ওয়ার্ড আনিছুজ্জামান বায়েছ, ৮নং ওয়ার্ড বিএনপি আয়াছ আহমদ, ৯নং ওয়ার্ড স্বতন্ত্র মো. মাসুদ আহমদ। সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর ১, ২ ও ৩নং ওয়ার্ডে বিএনপির দিলারা রহমান, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে আওয়ামী লীগের শ্যামলী দাস পুরকায়স্থ ও ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে স্বতন্ত্র শিল্পী বেগম।কুলাউড়া পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগের লোকমান হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর কায়সার আরিফ, ৩নং ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর মঞ্জুরুল আলম চৌধুরী খোকন, ৪নং ওয়ার্ড জাসদ তানভীর আহমদ শাওন, ৫নং ওয়ার্ড বিএনপির সামছুর রহমান সমছু, ৬নং ওয়ার্ড বিএনপির রাসেল আহমদ চৌধুরী, ৭নং ওয়ার্ড বিএনপি হারুন রশিদ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ইকবাল আহমদ শামীম, ৯নং ওয়ার্ড বিএনপির জয়নাল আবেদীন। সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর ১, ২ ও ৩নং আনোয়ারা বেগম, ৪, ৫ ও ৬নং দিলারা বেগম, ৭, ৮ ও ৯নং রাবেয়া বেগম। নারী তিনজনই স্বতন্ত্র থেকে নির্বাচিত।কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডে আওয়ামী লীগ দেওয়ান আব্দুর রহিম, ২নং ওয়ার্ডে বিএনপির সৈয়দ জামাল হোসেন, ৩নং ওয়ার্ডে বিএনপি আনছার শুকরানা মান্না, ৪নং ওয়ার্ডে স্বতন্ত্র আফজাল মিয়া, ৫নং ওয়ার্ডে আওয়ামী লীগ রমুজ মিয়া, ৬নং ওয়ার্ডে বিএনপির মো. রফিকুল ইসলাম রাহেল, ৭নং ওয়ার্ডে স্বতন্ত্র গোলাম মুগনী মুহিত, ৮নং ওয়ার্ডে আওয়ামী লীগ আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ডে আওয়ামী লীগ রাসেল মতলিব তরফদার নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত (নারী) কাউন্সিলর পদে আওয়ামী লীগের মুসলিমা বেগম, বিএনপির আয়েশা সিদ্দিকা ও শিউলী আক্তার শাপলা।বড়লেখা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে ১নং আওয়ামী লীগের ওয়ার্ডে আব্দুল মালিক, ২নং ওয়ার্ডে আওয়ামী লীগের জেহীন সিদ্দিকী, ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের আব্দুল মতিন, ৪নং ওয়ার্ডে আওয়ামী লীগের তাজউদ্দিন, ৫নং ওয়ার্ডে বিএনপির আব্দুল হাফিজ, ৬নং ওয়ার্ডে আওয়ামী লীগের আলী আহমদ চৌধুরী, ৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের মো. রেজাউল করিম, ৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের রাহেন পারভেজ, ৯নং ওয়ার্ডে আওয়ামী লীগের মিজানুর রহমান, সংরক্ষিত ওয়ার্ডের (নারী) কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন ১, ২ ও ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগের শেফা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে আওয়ামী লীগের আছমা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে আওয়ামী লীগের রুজিনা বেগম।ছামির মাহমুদ/এমজেড/পিআর
Advertisement