দেশজুড়ে

বাঁশ দিয়ে ভাবিকে পিটিয়ে মারলেন দুই দেবর

কুষ্টিয়ার দৌলতপুরে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে ভাবিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান।

নিহত নারীর নাম নাজমা আক্তার (৩৫)। তিনি দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোবরগাড়া গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রীর। তার এক ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানা গেছে, শনিবার বিকেলে পৈতৃক জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে গিয়াস উদ্দিনের সঙ্গে তার ছোট ভাই শাহিন ও তুহিনের ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে শাহিন ও তুহিন বাঁশ দিয়ে গিয়াস উদ্দিনের স্ত্রী নাজমা আক্তারের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নাজমা আক্তারের মৃত্যু হয়।

Advertisement

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, দেবরের লাঠির আঘাতে ওই নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।

আল-মামুন সাগর/এসআর/এএএইচ