দেশজুড়ে

সিলেটে ভূমিকম্পে দেয়াল ধসে নারীসহ আহত ৪

ভূমিকম্পে সিলেট নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের বহুতল বিপনীবিতান কানিজ প্লাজা শপিং সিটির (১০ তলা ভবন)  একটি দেয়াল ধসে একই পরিবারের চারজন আহত হয়েছেন। সোমবার ভোর ৫টা ৬মিনিটে বিপনীবিতানটির দেয়াল ধসে পার্শ্ববর্তী বাসায় পড়লে আহত হন তারা। আহতরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন, জিন্দাবাজার এলাকার বাসিন্দা ফরিদুল ইসলাম, সাজেদুল ইসলাম, শিল্পী বেগম এবং রোকসানা আক্তার। আহতদের পরিবারের সদস্য রকিবুল ইসলাম জাগো নিউজকে জানান, ভোরে তীব্র ভূমিকম্পে কানিজপ্লাজার একটি দেয়াল ধসে আমাদের বাসার দিকে পড়ে। এতে পরিবারের চারজন আহত হয়েছেন। এরমধ্যে দুজনের অবস্থা গুরুতর।রকিবুল আশঙ্কা প্রকাশ করে বলেন, তারা এখনো দুশ্চিন্তায় আছেন। সিটি কর্পোরেশন যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে না পারে তাহলে আগামীতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।এছাড়া ভূকম্পনে সিলেট নগরের মীরের ময়দান এলাকার একটি বাসা দেবে গেছে ও শাহজালাল উপশহর এলাকার জি-ব্লকের একটি বাসার তিনটি স্থানে ফাটল দেখা দিয়েছে।প্রসঙ্গত, সোমবার ভোর ৫টা ৬ মিনিটের দিকে সিলেটসহ সারাদেশে তীব্র ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতায় সিলেট নগরজুড়ে আতঙ্ক দেখা দেয়। ভোরে ভূমিকম্পের সময় লোকজন বাসা-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুরে ভূপৃষ্ঠ থেকে মাত্র ৬০ কিলোমিটার গভীরে। মণিপুরে ভূকম্পনে এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।ছামির মাহমুদ/এমজেড/এমএস

Advertisement