ধাঁধা :১. ‘আগা গোড়া কাটা, চুলের জন্য ঝাটা।’২. ‘আগা ঝন ঝন গোড়া মোটা, যে না পারিবে সে যে বোকা।’৩. ‘আগা গোড়া বেশি নয়, মাঝে বেশি জল। গাছে গাছে ফলে থাকে, সে কি দেশি ফল।’৪. ‘আড়াই শত থেকে পাঁচ পঞ্চাশ গেলে, কালিদাসের ধাঁধায় আর কত পেলে?’উত্তর :১. চিরুনি২. ঝাড়ু৩. কদম৪. শূন্যএসইউ/এমএস
Advertisement